রায়পুরে নারী দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা

মোঃজহির হোসেন প্রকাশিত: ৯ মার্চ , ২০২৪ ১২:১৩ আপডেট: ৯ মার্চ , ২০২৪ ১২:১৩ পিএম
রায়পুরে নারী দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রা
লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার ৮ মার্চ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার ৮ মার্চ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন প্রমুখ। সভায় নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্যসহ নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের নারীদের সাফল্য আজ অনুকরণীয় ও অনুসরণীয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহবান জানান। নারীদের অর্থনৈতিক ক্ষমতাহীনতা মোকাবিলায় নজর দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন আলোচকবৃন্দ।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরোও খবর

Logo