হবিগঞ্জ জেলার লাখাইয় উপজেলায় মিলছে প্রচুর মাছ।লাখাই উপজেলা বুল্লা বাজারের সকালে আরদে বসে মাছের মেলা। ওই মাছগুলো উপজেলার বিভিন্ন হাওর কাল বিল থেকে জেলেরা নিয়ে আসে। সেখান থেকে মাছের আরদদাররা মাছ ক্রয় করে জেলার বিভিন্ন জায়গায় পাঠান।এলাকার মানুষ জানান বর্তমানে খুব কম মূল্যে ভালো ভালো মাছ পাওয়া যায়।সেখান থেকে মাছ ক্রয় করার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে আসে ক্রেতাগণ।এদিকে হাওয়ার,কাল, বিলেপ্রচুর মাছ পাওয়া যায় বলে জেলেদের মুখে হাসি।মাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, রুই কাতলা, বোয়াল, শৈল,টাকি,কৈই,দেশি সিং মাগুর, এবং বিভিন্ন জাতের ছোট মাছ। তাছাড়া লাখাই উপজেলার মাদনা বাজারে ও প্রচুর মাছ পাওয়া যায়।রাত পোহালেই ভোর থেকে শুরু হয় মাছের নৌকা বোঝাই করে বাজারে মাছ নিয়ে আসা ছেলেদের আনাগুনা।অনেকেই এই রকমারি মাছ দেখতেও সকালবেলা বাজারে যায়। একজন জেলে জানান আর কিছুদিন পরে এভাবে আর মাছ পাওয়া যাবে না। কিছুদিন পর হাওয়ার কাল বিলের পানি শুকিয়ে যাবে।