লালমনিরহাট জেলার পাটগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১ বাংলাদেশি নিহত

মোঃ নুর ইসলাম প্রকাশিত: ২৭ এপ্রিল , ২০২৪ ১১:১৪ আপডেট: ২৭ এপ্রিল , ২০২৪ ১১:১৪ এএম
লালমনিরহাট জেলার পাটগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১ বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঝালাঙ্গী সীমান্তে ( পিলার ৮৪৮/৯ এস) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২১) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। মৃত আবুল কালাম পাটগ্রামের ১ নং শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া, ইসলামপুর মৃত অপির উদ্দিন উদ্দিনের ছেলে।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঝালাঙ্গী সীমান্তে ( পিলার ৮৪৮/৯ এস) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২১) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। মৃত আবুল কালাম পাটগ্রামের ১ নং শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া, ইসলামপুর মৃত অপির উদ্দিন উদ্দিনের ছেলে। 

স্হানীয় একজন জানান, গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) আনুমানিক ভোর ৪ ঘটিকার সময় ১ নং শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঝালাঙ্গী সীমান্তে ( পিলার ৮৪৮/৯ এস) ভারতীয় ১০০ গজ অভ্যন্তরের ভিতরে চড়াই গরু আনতে গিয়ে ফেরার পথে চোরাচালান টিমের সদস্যদের লক্ষ্য করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দলের বিএসএফ এর গুলিতে আবুল কালাম (২১) নামে এক যুবক গুরুত্বর মাটিতে লুটিয়ে পড়লে টিমের সদস্যরা আশংকাজনক অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন তাৎক্ষণিক বিজিবির পক্ষে প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানান। বিজিবির পক্ষ থেকে বিএসএফ টহল দল কর্তৃক বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যার বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের আহবান জানানো হয়।

বারবার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি থামছেই না। নিহতের মা মমতা বেগম এ হত্যার বিচার চায়। 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দলের সদস্যদের এর গুলিতে আবুল কালাম (২১) নামে এক যুবক গুরুত্বর মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতি শেষে ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট  মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন। 

এই বিভাগের আরোও খবর

Logo