লোহাগাড়ায় জনতার হাতে ভূয়া পুলিশ আটক

ফাহাদ ইবনে হাশেম প্রকাশিত: ১২ জুন , ২০২৪ ০৯:০৯ আপডেট: ১২ জুন , ২০২৪ ০৯:০৯ এএম
লোহাগাড়ায় জনতার হাতে ভূয়া পুলিশ আটক
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিকশার চালক থেকে চাঁদা আদায় ও টাকা না দিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কাঁঠাল, লিচু নিয়ে যাচ্ছিল। এমন আচরণ দেখে সন্দেহ হলে জনতা তাদের গাড়ি রোধ করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জনতার রোষানল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় তিন ভুয়া পুলিশকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় একটি প্রাইভেট কারও আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় পদুয়া বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত প্রতারকরা হলেন- কেওচিয়া ইউনিয়নের নতুন খালের মুখ এলাকার মহিউদ্দিন ও এওচিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকার আবদুল ছত্তারের ছেলে মোহাম্মদ মোজাম্মেল হক, বহদ্দারহাট এলাকার ইদ্রিসের ছেলে ইলিয়াস বাবুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন পুলিশ পরিচয়ে সিএনজি অটোরিকশার চালক থেকে চাঁদা আদায় ও টাকা না দিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কাঁঠাল, লিচু নিয়ে যাচ্ছিল। এমন আচরণ দেখে সন্দেহ হলে জনতা তাদের গাড়ি রোধ করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জনতার রোষানল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রতারকদের জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরোও খবর

Logo