প্রায় এক যুগ পর ঈদে আসছে জায়েদ খানের নতুন সিনেমা। আসছে রোজার ঈদে ‘সোনার চর’ মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। জাহিদ হোসেনের নির্মাণে এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ।
প্রায় এক যুগ পর ঈদে আসছে জায়েদ খানের নতুন সিনেমা। আসছে রোজার ঈদে ‘সোনার চর’ মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। জাহিদ হোসেনের নির্মাণে এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ।
এই চিত্রনায়কের চলচ্চিত্রটি নিয়ে গতকাল (২৮ ফেব্রুয়ারি) আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলনের। সেখানে উঠে এলো শাকিব খান প্রসঙ্গও। কারণ একই ঈদে আসছে ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিবের সিনেমা ‘রাজকুমার’।
আর এ প্রসঙ্গে জায়েদ নিজের ছবিকে ‘রাজা’ বলে আখ্যায়িত করলেন। বললেন, ‘একটা যদি রাজকুমার হয়, এটা আমার রাজা। সেটা বড় কথা না; ফাইট বা টক্কর দেওয়ার বিষয় না। একটা সময় ঈদে অনেকগুলো ছবি মুক্তি পেত। এখন না হয় হলের কারণে তা কমে গেছে। সিনেমা যার যার মতো আসবে, তিনি (শাকিব) হয়তো আমার সিনিয়র দেখে কয়টা হল বেশি পাবেন। কিন্তু দর্শক দিন শেষে কোনটা গ্রহণ করবেন, সেটা দর্শকের ব্যাপার। কারো সঙ্গে ফাইট করার জন্য আমরা ছবিটা রেডি করিনি, আমরা এরকম চিন্তাও করিনি।’
সিনেমাটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সোনার চর দেখে কেউ হতাশ হবেন না। ছবিটির জন্য যে কষ্ট করেছি, তাতে নিন্দুকেরা চুপ হয়ে যাবে। নির্মাতা যত্ন করে, সুন্দর করে আমাকে দিয়ে অভিনয় করিয়েছেন। তিনি আমার কাজে সন্তুষ্ট। বাকিটা আমাদের ভাগ্য, আল্লাহর রহমত আর আপনাদের (সাংবাদিক) প্রচারণা। যত ভালো কিছুই করি, আপনারা পৌঁছে না দিলে, আল্লাহর রহমত না থাকলে সেই ছবি সফল হওয়া কঠিন।’
উল্লেখ্য, ‘সোনার চর’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে আছেন স্নিগ্ধা। এছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। এটি প্রযোজনা করেছে এক্সেল ফিল্মস।