শারিরীক অসুস্থতায় অতিষ্ঠ হয়ে গলা গৃহবধূর কেটে আত্মহত্যা ।

মোঃ শরীফ বিল্লাহ প্রকাশিত: ২১ অক্টোবর , ২০২৪ ১৬:৫৩ আপডেট: ২১ অক্টোবর , ২০২৪ ১৬:৫৩ পিএম
শারিরীক অসুস্থতায় অতিষ্ঠ হয়ে গলা গৃহবধূর কেটে আত্মহত্যা ।
নীলফামারি জেলার চিলাহাটি মুক্তিরহাটের প্রামাণিক পাড়ার মৃত আজরতের মেয়ে রুপা(৩০) প্রায় ১২ বছর ধরে ঢাকার টঙ্গী গাজী বাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন।

নীলফামারি জেলার চিলাহাটি মুক্তিরহাটের প্রামাণিক পাড়ার মৃত আজরতের মেয়ে রুপা(৩০) প্রায় ১২ বছর ধরে ঢাকার টঙ্গী গাজী বাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন।পেশায় একজন গৃহিণী রুপা। নরসিংদির বাসিন্দা আব্দুল লতিফ টঙ্গী এলাকায় লেপ-তোষক ব্যাবসায়ীর সাথে দীর্ঘদিন ধরে সংসার করে আসছিলেন৷ রুপার সন্তান ও স্বামীর কাছ থেকে জানা যায়,রুপা দীর্ঘদিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছিলেন।তিনি শরীরের ব্যাথায় দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন৷  গত ১৯ তারিখ শনিবার আনুমানিক ৭.০০ মিনিটে নিজ বাসায় বাথরুমে চাকু দিয়ে নিজের গলা কেটে ফেলেন। পরবর্তীতে একই বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে আহসানউল্লাহ মাষ্টার মেডিকেলে নিয়ে যান৷ মেডিকেলের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট জরুরি ভিত্তিতে প্রেরণ করে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে। ঢাকা মেডিকেলে নেয়ার পথে গাড়িতে মৃত্যু হয়। পরবর্তীতে রুপার স্বামী আব্দুল লতিফ রুপার পরিবারের লোককে জানান এবং রুপার লাশ নিয়ে রুপার জন্মস্থান নীলফামারি জেলার চিলাহাটির মুক্তিরহাটে উদ্দেশ্যে রওয়ানা হয়। অদ্য রবিবার ভোরবেলা আনুমানিক ৪.০০ মিনিটে রুপার জন্মস্থান মুক্তিরহাট প্রামাণিক পাড়ায় এসে পৌছায়৷ রুপার খালাতো ভাই রজ্জাক জানান "আমার বোন রুপা অনেকদিন ধরেই ঢাকায় রয়েছে এবং সে শারিরীক অসুস্থতা নিয়ে অতিষ্ঠ দীর্ঘদিন ধরে। এর আগেও সে আত্মহত্যা করতে গিয়ে ব্যার্থ হয়"খবর পেয়ে ডোমার থানার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার এস আই মনিরুল ও সমুহ ঘটনাস্থলে পৌছায়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক জানান "রুপা আমার এলাকার মেয়ে তার বাবা নাই, মা মানষিক ভারসাম্যহীন । দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছে।তার মৃত্যুর খবর শুনে আমি ঘটনাস্থলে আসি এবং তার পরিবারের লোকজনের কাছে শুনি এ ব্যাপারে কারো কোন অভিযোগ নেই। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম জানান " খবর পেয়ে রুপার গ্রামের বাড়িতে আমার দুজন অফিসারকে পাঠিয়েছি, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারি মর্গে পাঠানো হবে।

এই বিভাগের আরোও খবর

Logo