শ্রমিক দিবসে ফরিদপুরে রিকশা শ্রমিকদের ছাতা-স্যালাইন বিতরণ : আয়োজনে জেলা প্রশাসন

এ এস এম জুনায়েদ প্রকাশিত: ২ মে , ২০২৪ ১১:৪৫ আপডেট: ২ মে , ২০২৪ ১১:৪৫ এএম
শ্রমিক দিবসে ফরিদপুরে রিকশা শ্রমিকদের ছাতা-স্যালাইন বিতরণ : আয়োজনে জেলা প্রশাসন
ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে রিকশা চালকদের মধ্যে বিতরণ করা হয় এই ছাতা। বুধবার (১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহরের দুই শতাধিক রিকশা চালকদের হাতে ছাতাসহ খাবার স্যালাইন ও পানি তুলে দেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে রিকশা চালকদের মধ্যে বিতরণ করা হয় এই ছাতা।
বুধবার (১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহরের দুই শতাধিক রিকশা চালকদের হাতে ছাতাসহ খাবার স্যালাইন ও পানি তুলে দেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।

এর আগে তীব্র তাপদাহে খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবী মানুষদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল।
 
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, আমরা যারা সরকারি চাকরি করি তারা অফিসের মধ্যে থেকেই কাজ করি, কিন্তু যারা দিন মজুর, শ্রমিক বা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এই গরমে তারা খুবই কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। তীব্র গরম থেকে বাঁচতে হয়তো কিছুটা হলেও সহায়ক হবে এই ছাতা।  

রিকশা চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রচণ্ড তাপদাহের মধ্যে বেশি বেশি পানি পান করতে হবে, একটানা রিকশা না চালিয়ে কিছু সময় বিরতি দিয়ে আবার চালাতে হবে। এতে শরীর সুস্থ থাকবে।


এই বিভাগের আরোও খবর

Logo