শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জোবায়ের সোহাগ প্রকাশিত: ৪ জুলাই , ২০২৪ ১২:৪৩ আপডেট: ৪ জুলাই , ২০২৪ ১২:৪৩ পিএম
শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩ জুলাই বুধবার দুপুরে উপজেলার তাতিহাটী ইউনিয়নের পুটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন তাতিহাটী পুটল গ্রামের আঃ রশিদের ছেলে। জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করতে থাকে শিশুটি। হোসাইনের মা সুমিতা আক্তার বাড়ির সংসারিক কাজে ব্যস্ত থাকেন। হঠাৎ হোসাইনকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হোসাইন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

৩ জুলাই বুধবার দুপুরে উপজেলার তাতিহাটী ইউনিয়নের পুটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হোসাইন তাতিহাটী পুটল গ্রামের আঃ রশিদের ছেলে।  জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করতে থাকে শিশুটি। হোসাইনের মা সুমিতা আক্তার বাড়ির সংসারিক কাজে ব্যস্ত থাকেন। হঠাৎ হোসাইনকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।

পরে তাদের বাড়ির পাশেই জৈনক শাহজাহানের পুকুরের পানিতে ভাসতে দেখে হোসাইনকে। এ সময় বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাটি বড়ই বেদনাদায়। এ ঘটনায় নিহতের চাচা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo