ঢাকার সাভারে আনুমানিক তিনশত বসত বাড়ির অবৈধ ভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিস।
ঢাকার সাভারে আনুমানিক তিনশত বসত বাড়ির অবৈধ ভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিস।
বুধবার ( ৬ মার্চ ) দিনব্যাপী উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক খাদেম আলী ।এসময় অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
এব্যাপারে তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানির সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী খাদেম আলী জানান, চলন্তিকা হাউজিং এলাকায় অবৌধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছিলো। ফলে ওই এলাকার বৈধ গ্রাহকরা তাদের লাইনে গ্যাসের প্রেসার কম পাওয়ায় দুর্ভোগে পড়েন। তাদের অভিযোগের ভিত্তিতে আজ এখানে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এতে করে প্রায় এক কিলোমিটার ব্যাপী আনুমানিক তিনশত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এসময় নিম্নমানের পাইপ ও রাইজার আমরা জব্দ করেছি।
এ সময় আর উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু শাহাদাত সায়েম সাভার জোনাল বিপনন অফিসের, আব্দুল মান্নান, আনিসুর রহমান, রাজু আহমেদ, বিধান, আমিনুল ইসলাম,সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।এ সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে শহিদুল ইসলামের নেতৃত্বে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।