ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ মে মঙ্গলবার। এ উপলক্ষে উপজেলার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ মে মঙ্গলবার। এ উপলক্ষে উপজেলার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , সালথা উপজেলার ভোটার রয়েছে ১ লাখ ৪২হাজার ১শ’ ৪৮ জন, পুরুষ ভোটার ৭৪ হাজার ৪শ' ৪৪ ভোট। উপজেলার ৫০ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আনিছুর রহমান বালী জানান, মঙ্গলবার ( ২০ শে মে) ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোটের সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। উপজেলা নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।
তিনি আরো জানান, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যে কোন পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে।