সোনাইমুড়ী বন্যার পরিস্থিতি চরম অবনতি, ৮০ শতাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে

মোঃ হানিফ প্রকাশিত: ২৪ আগস্ট , ২০২৪ ১৪:২২ আপডেট: ২৪ আগস্ট , ২০২৪ ১৪:২২ পিএম
সোনাইমুড়ী বন্যার পরিস্থিতি চরম অবনতি, ৮০ শতাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে
সরেজমিনে গিয়ে এবং খোঁজ খবর নিয়ে জানা যায়, চাটখিল পৌরসভা সহ ৯টি ইউনিয়নের রাস্তাঘাট, বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। সড়ক ও জনপদের চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়ক ব্যতিত প্রায় সকল সড়কে পানি উঠে গেছে। অনেকের ঘরে এক-দুই ফুট পানি উঠেছে। এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। স্থানীয়রা তাদের কে সহযোগিতা করছে।

গত ৮/৯দিনের ভারী বর্ষণে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ৮০ শতাংশ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। মানুষজন আত্মীয়-স্বজনের বাড়িতে এবং এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এদের সহযোগিতা করছে। তবে এখনো সরকারি কোন সহযোগিতা পাওয়া যায়নি। 

সরেজমিনে গিয়ে এবং খোঁজ খবর নিয়ে জানা যায়, চাটখিল পৌরসভা সহ ৯টি ইউনিয়নের রাস্তাঘাট, বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। সড়ক ও জনপদের চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়ক ব্যতিত প্রায় সকল সড়কে পানি উঠে গেছে। অনেকের ঘরে এক-দুই ফুট পানি উঠেছে। এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। স্থানীয়রা তাদের কে সহযোগিতা করছে।

চাটখিল উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্ল্যা খোকন নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন। এছাড়া ৪নং বদলকোট ইউপি চেয়ারম্যান সোলেয়মান শেখ, ৮নং নোয়াখলা ইউপি চেয়ারম্যান হাজী মো. মানিক নিজ নিজ এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, ইতোমধ্যে ১ হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তুত করা হয়েছে। এসব খাবার দুুদিন পরিবেশন করা যাবে।

সরকারিভাবে ত্রান সামগ্রী আসার আগ পর্যন্ত তিনি স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বন্যাকবলিত লোকজন আশ্রয় নিয়েছে। এদের কে স্থানীয় জনপ্রতিনিধি সহ স্বেচ্ছাসেবী সংগঠন গুলো সহযোগিতা করছে। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সোনাইমুড়ী-চাটখিল সহ নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ইতোমধ্যে ত্রান সামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু উপজেলায় ত্রান সামগ্রী পৌঁছে গেছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় পৌঁছানো হবে।

এই বিভাগের আরোও খবর

Logo