স্বস্তির ঈদ যাত্রায় অস্বস্তির ভাড়া গুনতে হচ্ছে

সাকিব হোসেন প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৪ ০৭:১০ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৪ ০৭:১০ এএম
স্বস্তির ঈদ যাত্রায় অস্বস্তির ভাড়া গুনতে হচ্ছে
গ্রামে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইট-কাঠে মোড়া নগরী ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন, লঞ্চ- সবখানেই বাড়ি ফেরা মানুষের ভিড়। ঈদ সামনে রেখে গত কয়েকদিন ধরেই রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী।

গ্রামে থাকা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইট-কাঠে মোড়া নগরী ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন, লঞ্চ- সবখানেই বাড়ি ফেরা মানুষের ভিড়। ঈদ সামনে রেখে গত কয়েকদিন ধরেই রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। ফলে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। 
 
রাজধানী থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় এবার নেই দুর্ভোগের চিত্র। নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যাটাও নেহায়েত কম নয়। 
 
বিশেষজ্ঞরা বলছেন ১ কোটি বা তারও বেশি মানুষ এই ঈদে বাড়ি ফিরবে। আর সে সুযোগে অতিরিক্ত হাজার কোটি টাকা হাতিয়ে নেবে অসাধু পরিবহন ব্যবসায়ীরা। 
 
প্রায় ২ কোটি মানুষের বাস করে ঢাকায়। দেশের ৫২ শতাংশ মানুষের কর্মসংস্থান এই জনপদে। চাকরি কিংবা ব্যবসার সুবাধে এ নগরীতে গ্রাম ছেড়ে প্রতিদিনই আসছে কর্মজীবী মানুষ। সঙ্গে শ্রমজীবী মানুষের সংখ্যাও কম নয় এই শহরে।

এই বিভাগের আরোও খবর

Logo