স্বৈরাচার পতনের পরবর্তী পরিস্থিতিতে হিন্দু নির্যাতনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ

মোঃ সাজেদুর রহমান প্রকাশিত: ১২ আগস্ট , ২০২৪ ১৬:০৮ আপডেট: ১২ আগস্ট , ২০২৪ ১৬:০৮ পিএম
স্বৈরাচার পতনের পরবর্তী পরিস্থিতিতে হিন্দু  নির্যাতনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ
এ সময় তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হিন্দুদেরকে সুরক্ষার দাবি জানান। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে মন্দির ভাঙচুর লুটপাট করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা।

৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতনের পরবর্তীতে সারাদেশে  চলমান হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে নাটোরের হিন্দু সম্প্রদায়ের মানুষ। আজ বিকেলে নাটোর কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করে তারা।

এ সময় তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হিন্দুদেরকে সুরক্ষার দাবি জানান। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে মন্দির ভাঙচুর লুটপাট করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর হিন্দু মহাজোটের সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, যুব মহাজোট নাটোরের সভাপতি সুজিত ঘোষ, নাটোর ইসকন মন্দিরের পরিচালক নাম প্রেম দাস প্রভু, সচেতন হিন্দু সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা সহ অন্যান্যরা। 

এই বিভাগের আরোও খবর

Logo