হবিগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার আটক ১

মোঃ সিজিল মিয়া চৌধুরী প্রকাশিত: ১১ জুলাই , ২০২৪ ১৩:৩৫ আপডেট: ১১ জুলাই , ২০২৪ ১৩:৩৫ পিএম
হবিগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার আটক ১
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০.৩৫ ঘটিকায় চুনারুঘাট উপজেলার দূর্গাপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ আকমল হোসেন নিরব (২৪) নামে এক যুবককে আটক করে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ।আসামী আকমল হোসেন নিরব সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের মৃত ফিরুজ আলীর ছেলে। আসামীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০.৩৫ ঘটিকায় চুনারুঘাট উপজেলার দূর্গাপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ আকমল হোসেন নিরব (২৪) নামে এক যুবককে আটক করে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ।আসামী আকমল হোসেন নিরব সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের মৃত ফিরুজ আলীর ছেলে। আসামীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও বুধবার (১০ জুলাই) সকাল ৬.৩০ ঘটিকায় হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ আরেকটি অভিযানে চুনারুঘাট উপজেলার দক্ষিণ কালিশীরি গ্রামে দক্ষিণ কালিশীরি গাউছিয়া ছুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে সিএনজি গাড়ী থেকে আরো ২০ কেজি গাঁজা ও পরিবহনে ব্যবহৃত সিএনজি উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে সিএনজি রেখে আসামী পালিয়ে যায়। তবে পলাতক আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এই বিভাগের আরোও খবর

Logo