৫ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৮:০৯ আপডেট: ১১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৮:০৯ এএম
৫ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক
চাঁদপুরের ফরিদগঞ্জে মো. সিরাজ গাজী (৫৫) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে ছদ্মবেশে ২০ বছর পালিয়ে ছিলেন তিনি।

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. সিরাজ গাজী (৫৫) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে ছদ্মবেশে ২০ বছর পালিয়ে ছিলেন তিনি।

একই দিনে কাদির পাটওয়ারী (৩৫) নামের ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাজা এড়াতে ৬ বছর পলাতক ছিলেন তিনি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শোভান গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মো. সিরাজ গাজী শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি জিআর-২৪৫/ ২০০০ মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।

মামলাটির রায়েরপর ২০ বছর পলাতক ছিলেন তিনি।গ্রেপ্তারকৃত অপর আসামি কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি জিআর-৪১২/ ১১ মামলার৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ৬ বছর পলাতক ছিলেন তিনি।বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভান গ্রামেঅভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তারের পর শনিবার (১০ ফেব্রুয়ারি ) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে সাজা ঘোষণার পর থেকেই একজন ২০ বছর পলাতক ছিলেন, অপরজন ৬ বছর পলাতক ছিলেন।



এই বিভাগের আরোও খবর

Logo