জেলা প্রতিনিধি ,নাটোর
এ সময় আরো উপস্থিত ছিলেন, চান্দাই ইউপি চেয়াম্যান শাহানাজ পারভীন, জোয়াড়ী ইউপি চেয়ারম্যার (ভারপ্রাপ্ত) শাহেদা পারভিন, উপজেলা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ্ সুলতানা , সকল ইউপি সচিব, পৌর সচিব, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামাজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের, প্রবীন ব্যক্তি আলহাজ মসলেম উদ্দিন, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মো. সাইফুর রহমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রবীণ ব্যক্তিবর্গ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বনপাড়াস্থ ভূত রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব।
আজ মঙ্গলবার(১৭ সেপ্টে:) সকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বনপাড়া বাজারে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকার কারেন্টজাল জব্দ করে।
সদর থানার উপ পরিদর্শক জামান উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, তিন মাসের শিশু মুরসালিনকে বাড়িতে বিছানায় রেখে তার মা রুপা বেগম পাশের বাড়িতে পানি আনতে যায়। এসময় শিশু বাচ্চাটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে ঘরের ইটের দেয়ালে আছার দেয়। বাড়িতে এসে রুপা দেখেন তার সন্তান অচেতন হয়ে পড়ে আছে।
বুধবার বিকেলে সদর উপজেলার নারায়নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।সদর থানার উপ পরিদর্শক জামান উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, তিন মাসের শিশু মুরসালিনকে বাড়িতে বিছানায় রেখে তার মা রুপা বেগম পাশের বাড়িতে পানি আনতে যায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের মৃত : ফয়েজ উদ্দিন এর ছেলে মোঃ জামাল উদ্দিন (৬৩) বলেন, আমার চাচাতো ভাই মোঃ সুমন আলী (৩৫), পিতা- মৃত আজিজুর রহমান, সাং- ছাতিয়ানগাছা, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর সহিত আমাদের পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
আহত রিপন উপজেলার চক তিরাইল গ্রামের এরাদ প্রাং এর ছেলে। এই ঘটনায় ঐদিন সন্ধ্যায় আহতের চাচা মোঃ রেজাউল করিম (৫২), বড়াইগ্রাম থানায় একই এলাকার মোঃ ছলিম উদ্দিন প্রাং এর ছেলে মোঃ আলহাজ্ব প্রাং (২৮) এবং মোঃ আলপু প্রাং এর ছেলে মোঃ হযরত আলী (৩৫), এর বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।