সদর,বাগেরহাট
বাগেরহাট জেলার স্টাফ রিপোর্টার
স্যানিটেশন ব্যাবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। যাতায়াতের রাস্তাঘাট নেই। পুটিমারী নদীর উপর নির্মিত চলাচলের একমাত্র বাঁশের সাঁকোটিও জরাজীর্ণ। যে কোন সময় ভেঙ্গে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। ওই সাঁকো পার হয়ে শিশু শিক্ষার্থীদের যেতে হয় স্কুলে। কারো অসুখবিসুখ হলে বিশেষ করে গর্ভবতী নারী ও বৃদ্ধদের হাসপাতালে নেওয়ার উপযোগী কোন পথও নেই।
সভায় গত ৫ আগষ্ট ছাত্র- জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপজেলার ১০ টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে সবার সহযোগীতা থাকায় ধন্যবাদ জানানো হয়। কোন আওয়ামীলীগের লোক বিএনপির ধারেকাছেও না ঘেষতে পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানানো হয়।
নিহত ব্যক্তির নাম শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে।মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সকালে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী রাজীব পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ জুলাই ) সকাল দশটায় বাগেরহাট জেলা বিএনপি অফিস (থানার মোড়ে) সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল।
বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশনে গিয়ে প্রেমিকা কিশোরী (১৩) কে বন্ধক রেখে পালালো বখাটে প্রেমিক। মোটরসাইকেলে পেট্রোল পুরে টাকা দিতে না পেরে তার বদলে স্কুল ছাত্রীকে জিম্মা রেখে পালিয়েছে সে।২৬ জুন বুধবার উপজেলার গাববুনিয়া গ্রামের আসাদুজ্জামানের ৭ম শ্রেণিতে পড়ুয়া কন্যা স্কুল ব্যাগ সাথে নিয়ে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মল্লিক আসাদুজ্জামান বাদি হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (২৯ জুন) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাটের বাজার চাদিতে উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেডে'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল সদর ইউপি'র সাবেক চেয়ারম্যান মো. জামিল হাসান জামু, মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট সরদার মুজিবর রহমান, গাজী রাশেদুল ইসলাম ডালিম, গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিরাজ খান, উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফকির রবিউল ইসলামা
মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ওই রুট দিয়ে যাওয়া গ্যাসবাহী জাহাজের পাখার সঙ্গে দড়ি পেঁচিয়ে জেলেদের মাছ ধরার ট্রলার ডুবে যায়।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে উপজেলার রামপাল সদর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের বসিন্দা জেলা নিকাহ রেজিষ্টার সমিতির সাধারন সম্পাদক ও ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মো. নাজিম উদ্দিনকে মারপিট, ভাংচুর ও টাকা চুরির ঘটনা ঘটে। গত ঈদ-উল আজাহার আগের দিন গত ১৬ জুন সকাল ১০ টায় প্রতিপক্ষ গোবিন্দপুর গ্রামের আলী আকবর (২৫), ওমর ফারুক শেখ (২০) ও মালিডাঙ্গা গ্রামের শেখ মো. তাজিম উদ্দিন বাড়িতে ঢুকে কাজী নাজিম উদ্দিনকে গালিগালাজ করতে থাকে। নাজিম উদ্দিন প্রতিবাদ করলে তারা তার উপর হামলা করে এলোপাতাড়ি ভাবে মারধর করলে তিনি আহত হন। ওই সময় হামলকারিরা তার বাড়ি সংলগ্ন নিকাহ রেজিষ্টার কার্যালয়ে ঢুকে সরকারি ভাবে সরবরাহ করা নিকাহ ও তালাক সংক্রান্ত যাবতীয় মুল্যবান খাতাপত্র ও কুরআান শরীফ তছনছ করে বলে নাজিম উদ্দিন দাবী করেন। এসময় তারা তার মেয়ের ল্যাপটপ কেনার জন্য রাখা ৮৩ হাজার টাকাও নিয়ে যায়। ঘটনা টের পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারিরা চলে যায়।