নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর হতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। শোভাযাত্রায় অংশ নেন নোয়াখালী জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ মহোদয় এবং নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, নোয়াখালীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থীগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার জনগণ।
পরবর্তীতে, মুক্তমঞ্চ, জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী'তে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় সংগীত এবং "এসো হে বৈশাখ" গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া, বিসিক, নোয়াখালী'র সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী'র মাঠ প্রাঙ্গণে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলার মান্যবর জেলা প্রশাসক মহোদয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে দলীয় ও একক গান, নৃত্য পরিবেশনের পর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতি জনাব আয়নুন নাহার সিদ্দিকা মহোদয়। এ সময় সম্মানিত বিচারপতি মহোদয়, মান্যবর জেলা প্রশাসক, নোয়াখালী মহোদয় এবং নোয়াখালী জেলার পুলিশ সুপার মহোদয় কর্তৃক বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়।