কেন্দুয়ায় বাংলা নববর্ষের প্রস্তুতিমূলক সভা

কোহিনূর আলম প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:৩৩ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:৩৩ পিএম
কেন্দুয়ায় বাংলা নববর্ষের প্রস্তুতিমূলক সভা

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, এসো হে বৈশাখ, এসো এসো-- এমন আহ্বানে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির নেতা ও মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম স্বপন , পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুখলেছুর রহমান বাঙালী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তোফায়েল আহমেদ প্রমুখ । 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান রনি, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামারুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল কদ্দুস খন্দকার লালচান, উপজেলা মহিলা দলের সভাপতি নাসিমা আক্তার, সাধারণ সম্পাদক নূরনাহার আক্তার চায়না, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুলসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ ।

সভায় স্থানীয় প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দসহ সবার অংশগ্রহণে পান্থা ভাত ভোজন, মঙ্গল শোভযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা, বারনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় ।

এই বিভাগের আরোও খবর

Logo