অভয়নগরে মাধ্যমিক শিক্ষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৫:৪৭ আপডেট: ২৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৫:৪৭ পিএম
অভয়নগরে মাধ্যমিক শিক্ষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
শিক্ষা প্রশাসনে সরকারী স্কুলের পদায়ন চলবেনা,শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা কমিশন চাই, সরকারি ও বেসরকারী শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে এবং সকল বেসরকারী শিক্ষকদের বদলীর সুযোগ দিতে হবে তাছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণসহ ইত্যাদি দাবি দাওয়া তুলে শিক্ষকরা বক্তব্য রাখেন এবং স্মারকলিপি পেশ করেন।

যশোরের অভয়নগর উপজেলার মাধ্যমিক শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেছে। অভয়নগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা বিভিন্ন দাবীতে এই কর্মসূচীতে  অংশ নেয়।

শিক্ষা প্রশাসনে সরকারী স্কুলের পদায়ন চলবেনা,শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা কমিশন চাই, সরকারি ও বেসরকারী শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে এবং সকল বেসরকারী শিক্ষকদের বদলীর সুযোগ দিতে হবে তাছাড়া  বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণসহ ইত্যাদি দাবি দাওয়া তুলে শিক্ষকরা বক্তব্য রাখেন এবং স্মারকলিপি পেশ করেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, অভয়নগর মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, পায়রা মাদরাসার অধ্যক্ষ আব্দুল মালেক, মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি ধনন্জয় বিশ্বাস,অভয়নগর মাদরাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রউফ,নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান,মাগুরা আলীম মাদরাসার অধ্যক্ষ আব্দুস সামাদ, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ ইয়াহিয়া,মরিচা মাদরাসার সুপার ইব্রাহিম হোসেন, মহাকাল মহিলা মাদরাসার সহসুপার আবু তাহের, বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন,নওয়াপাড়া হিজবুল্লাহ মাদরাসার সুপার হাবিবুর রহমান,কোদলা স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সহ প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষিকাবৃন্দ। মানববন্ধন ও আলোচনাসভা শেষে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। 

এই বিভাগের আরোও খবর

Logo