ঝিনাইদহে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোহাম্মদ আলী সহ তিনজন গ্রেফতার, ঝিনাইদহের সদর থানার পুলিশ কর্তৃিক আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সহ তিনজন গ্রেফতার ও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে জানা যায়।
আন্তঃবিভাগীয় চোর চক্রের মূল হোতা মোহাম্মদ আলীকে গ্রেফতারের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরো দুই জনার নাম বলে মনিরুজ্জামান(৩৩), পিতা-আজিজ গাজী, সাং-ছোট ভ্যাটখালী, থানা-শ্যামনগর, জেলা-ঝিনাইদহ, হেলাল(২১),পিতা-হবিবুল্লাহ, সাং-চালনা, থানা-দাকোপ, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামীর স্বীকারোক্তি মতে উক্ত মামলার চুরি হয়ে যাওয়া Passion Xpro 110cc মোটরবাইক, যার রেজিষ্ট্রেশন নং- ঝিনাইদহ-হ-১৪-৮০৫৯, নং-JA06ETKGB 13608, যাহার চেচিস PS1JAS043KJD00266 সহ আরো দুইটি চোরাই মোটরবাইক, যথাঃ- ক) একটি লাল রংয়ের IGNITOR 125 CC মোটরবাইক এবং খ) একটি লাল রংয়ের hero splendor মোটরবাইক উদ্ধার করা হয়।
আসামী মোহাম্মদ আলীর স্বীকারোক্তি মতে চুরি ঘটনার সাহিত জড়িত আসামী ১)মনিরুজ্জামান(৩৩), পিং-আজিজ গাজী, সাং-ছোট ভ্যাটখালী, থানা-শ্যামনগর, জেলা-ঝিনাইদহ, ২) হেলাল(২১),পিং-হবিবুল্লাহ, সাং-চালনা, থানা-দাকোপ, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। সূত্রোক্ত মামলা ছাড়াও সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলা ছাড়াও খুলনা, মাগুরা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় ১৫ টি মামলা রয়েছে।