বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কবুলেন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। তিনি বলেন, স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি। কিন্ত এটাই শেষ না। ওরা যে শেষ হয়ে গেছে তা না। কারণ বিভিন্ন ছলছাতুরিতে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে।
আমাদের গণ মানুষের মাঝে কাজ করতে হবে। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বিএনপিকে সুসংগঠিত করতে হবে। তাই আমাদের এখন দল সুন্দর ভাবে গোছাতে হবে। মাঠে থাকতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে। মানুষ যেন বিএনপির উপর আস্থা রাখে সেই কাজ করতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত মানুষের কাছে যেতে হবে। বিএনপির ১৯ দফা কি মানুষকে বুঝাতে হবে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, এস এম দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন তালুকদার, জিয়াউল আবেদীন জিল্লু, ফারুক আহমেদ, এমএ সাত্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, ময়মরনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার ঝুলন প্রমুখ।আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।