যশোর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারীর সমঅধিকার,সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কর্মক্ষেত্র সহ বিভিন্ন সেক্টরে পুরুষের পাশাপাশি নারীরাও সমান অধিকারে কাজ করছেন। সেই সাথে দেশের রাজনীতিতে নারীরা নেতৃত্ব দি”েছন। নারীকে নারী ও পুরুষকে পুরুষ হিসেবে বিভেদ সৃষ্টি না করে সমাজের দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে। এজন্য আপনার কন্যা সন্তানকে খেলার জন্য হাড়িপাতিল কিনে না দিয়ে প্লেট কিনে দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজ, জয়তী সোসাইটর পরিচালক অর্চনা বিশ^াস, সাংবাদিকব ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান প্রমুখ।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান।