ভেড়ামারা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পৌর আওয়ামিলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা মোস্তফা কামাল মকুল ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে গতকাল বৃহস্পতিবার রাত্রে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে নির্বাচনী মত বিনিময়কালে তিনি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এলাকার শান্তি রক্ষায় জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।
ভেড়ামারা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পৌর আওয়ামিলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু হেনা মোস্তফা কামাল মকুল ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে গতকাল বৃহস্পতিবার রাত্রে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে নির্বাচনী মত বিনিময়কালে তিনি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এলাকার শান্তি রক্ষায় জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।
আমি নির্বাচিত হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা সমবন্টন করবো এবং উপজেলা পরিষদ হবে জনগণের সংসদ। সমাজের সকল মানুষের সেবায় আমার মূল লক্ষ!আমি পরিবর্তনশীল তাই আমাকে নিরপেক্ষ হতে হবে। মাদক মুক্ত কোলাহল মুক্ত হবে আমার প্রাণের ভেড়ামারা। আমার কাছে সবার আগে জনগণ। তাই জনগণের ভাল মন্দ দেখায় আমার মূখ্য ভূমিকা হবে। তিনি বলেন, উপজেলা পরিষদ হবে জনগণের সংসদ।
গায়ের জোর দিয়ে সবকিছু হয়না, লাগে জনগণের ভালবাসা। আমি ভেড়ামারা বাসীর সবার ভালবাসায় সিক্ত। তাদের ভালবাসা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা জনস্বার্থে তার কাছে দাবি করেন এলাকায় টিউবওয়েল এ পানি না উঠায় এলাকায় পানির জন্য হাহাকার পড়ে গেছে। জনগণের কষ্টের কথা বিবেচনা করে বাসস্থান, রেলওয়ে প্লাটফর্ম, চৈতন্য মোড়, চৌরাস্তা ইত্যাদি জনবহুল জায়গায় সাবমারসিবল কল বসালে জন ভোগান্তি লাঘব হতো। উত্তরে তিনি জানান জনপ্রকৌশল কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হয়েছে। এছাড়া উপরোক্ত কয়টা জায়গায় আমি ব্যক্তিগত ভাবে হলেও দ্রুত পানির সুব্যবস্হা করবো ইনশাআল্লাহ। কৃষি সাংবাদিক পিয়ারুল ইসলাম বলেন, আমরা কৃষক, প্রখর রৌদ্রের মধ্যে আমাদের কে মাঠে কাজ করতে হয় খুবই কষ্টকর তাই যদি মাঠে ১ টা করে হলেও ছাউনির ব্যবস্হা করতেন তাহলে কৃষক বাঁচতো? তিনি উত্তরে বলেন, গুরুত্বপূর্ণ জায়গা নির্ধারণ করতে। অবশ্যই কৃষকদের কষ্ট লাগবে এটা করবো ইনশাআল্লাহ। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, যেহেতু আওয়ামী লীগের মধ্যে থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে কোন চাপ আসলে আপনি কি করবেন? সভাপতির প্রশ্নের উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মকুল বলেন, নির্বাচনী মাঠে কোন চাপ আসলে প্রতিহত করা হবে। বিন্দু মাত্র ছাড় দেয়া হবেনা।
তিনি আরো বলেন, আমি শাসক নয় আপনাদের একজন নগণ্য সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই এবং বাকী জীবন টা সেবক হিসাবে থাকতে চাই। রাজনীতি, চাপ আর প্রলোভনের উর্দ্ধে থেকে সততা ও নিরপেক্ষতার সাথে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো করবো ইনশাআল্লাহ। অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে উপজেলা পরিষদ অনেক বেশি জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবো।
এলাকার মাটি আর মানুষের সাথে আমার যে আত্মিক বন্ধন তৈরি হয়েছে, কোনো অপশক্তি ও বর্ণচোরা স্বার্থান্বেষী গোষ্ঠী সেই বন্ধন ছিন্ন করতে পারবে না। আসন্ন উপজেলা নির্বাচনে আপনারা ভ্যানগার্ড হিসেবে আমার পাশে থাকলে কোন অপশক্তি আমার কিছু করতে পারবে না। আল্লাহর রহমতে জয় সুনিশ্চিত।