উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী আজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে

কামরুল হাসান প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৫ ১৩:১৪ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৫ ১৩:১৪ পিএম
উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী আজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে
নানা বাধা বিপত্তি, প্রতিকূলতা,আন্দোলন, চোখের জল আর হতাশা কাটিয়ে অবশেষে আবারও কলম হাতে নিতে যাচ্ছে কক্সবাজারের উখিয়ার আলোচিত ১৩ এসএসসি পরীক্ষার্থী

নানা বাধা বিপত্তি, প্রতিকূলতা,আন্দোলন, চোখের জল আর হতাশা কাটিয়ে অবশেষে আবারও কলম হাতে নিতে যাচ্ছে কক্সবাজারের উখিয়ার আলোচিত ১৩ এসএসসি পরীক্ষার্থী। প্রবেশপত্র না পেয়ে প্রথম পরীক্ষায় বসতে না পারা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের এই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের বিশেষ ব্যবস্থায় দ্বিতীয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেতে যাচ্ছে।
শুরুতে কেউ ভাবতেও পারেনি, তাদের মতো প্রস্তুত শিক্ষার্থীরা শুধু মাত্র স্কুল কর্তৃপক্ষের ব্যবসায়িক মনোভাব ও গাফিলতিতে পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মঞ্চে অংশ নিতে পারবে না। প্রবেশ পত্র না পেয়ে হতভম্ব হয়ে পড়া এই ছাত্র/ছাত্রীদের কান্না ছুঁয়ে গিয়েছিল পুরো জেলা জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত তারা আবার আশার আলো দেখতে পাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, বঞ্চিত শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বোর্ডের মাধ্যমে ফরম পূরণ সহ সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রবেশপত্র হাতে তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় পরীক্ষা থেকেই তারা অংশ নিতে পারবে।
এই খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিক্ষার্থীরা। একজন পরীক্ষার্থী জানায়,
যখন সবাই পরীক্ষা দিচ্ছে, আমরা স্কুল গেইটের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছিলাম । মনে হচ্ছিল ১০ বছরের সমস্ত স্বপ্ন শেষ হয়ে জীবন থেমে গেল। এখন আবার কলম হাতে নিতে পারবো ভেবে বুক ভরে গেছে।
অন্য একজন বলে, যারা আমাদের এই পরিস্থিতিতে ফেলেছে, তারা যেন কখনো অন্য কোনো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙতে না পারে। আমাদের জীবনের এই দাগ কোনোদিন মুছে যাবে না।
শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকরাও কিছুটা স্বস্তি পেলেও ক্ষোভ এখনও রয়ে গেছে। একজন অভিভাবক বলেন, আমার সন্তান বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছে এই পরীক্ষার জন্য। সেই স্বপ্ন একজন প্রধান শিক্ষকের অবহেলায় মুছে যেতে বসেছিল যারা এটার জন্য দায়ী তাদের কঠোর বিচার চাই এবং তাদের পরীক্ষা দিতে পারার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে দ্রুততম সময়ের মধ্যে এদের হাতে প্রবেশ পত্র তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । ভবিষ্যতে যেন কেউ এই ধরনের কাজ করতে না পারে সে জন্য কঠোর ভাবে ব্যবস্থা নিতে হবে ।
গত ১০ এপ্রিল শুরু হওয়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনে প্রবেশ পত্র না পাওয়ায় পরীক্ষায় বসতে পারেনি হলদিয়া পালং আদর্শ বিদ্যা নিকেতন এর ১৩ জন শিক্ষার্থী। বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে সৃষ্টি হয় এই বিভ্রান্তিকর পরিস্থিতি। ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবাদে ফেটে পড়ে-সড়ক অবরোধ ও বিদ্যালয়ে বিক্ষোভ-ভাঙচুরের ঘটনাও ঘটান। পরে প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে  আটক করে প্রশাসন।
 দিনশেষে এতটুকু স্বস্তি ১৩ জন ছাত্র/ছাত্রীদের হাতে প্রবেশপত্র পৌছেছে তারা অন্য সকল ছাত্র/ছাত্রীদের মতো পরীক্ষায় অংশগ্রহণ করবে ।

এই বিভাগের আরোও খবর

Logo