উৎসবমুখর পরিবেশে চলছে কম্পিউটার সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩ এপ্রিল , ২০২৪ ১০:২১ আপডেট: ৩ এপ্রিল , ২০২৪ ১০:২১ এএম
উৎসবমুখর পরিবেশে চলছে কম্পিউটার সমিতির নির্বাচন
রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে চলছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নির্বাচন।

রাজধানীর মিন্টো রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে চলছে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নির্বাচন।

ভোটকেন্দ্রে প্রবেশের মুখে পছন্দের প্রার্থীর ব্যাজ গলায় ঝুলিয়ে শেষ মুহূর্তের প্রচারণাও চালাচ্ছেন সমর্থকেরা। ভোটারদের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। এমন উৎসবমুখর পরিবেশে চলছে দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটারের সংখ্যা ২ হাজার ১৫০।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বীরেন্দ্র নাথ অধিকারী প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বেশ ভালো। বেলা তিনটা পর্যন্ত ১ হাজার ২২০ জন ভোটার ভোট দিয়েছেন। বিকেল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। আশা করি, সন্ধ্যার পর ভোটের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’

বিসিএসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা হলেন সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনালের সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মো. রাশেদ আলী ভূঁইয়া, সাউথ বাংলা কম্পিউটারের মো. কামরুজ্জামান ভূঁইয়া, মিজান ট্রেডের আনিসুর রহমান, মাইক্রোসান সিস্টেমসের এস এম ওয়াহিদুজ্জামান, টেক হিলের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টেকনো প্ল্যানেট সিস্টেমসের মো. মনজুরুল হাসান, নেওয়াজ এন্টারপ্রাইজের এইচ এম শাহ নেওয়াজ ও এশিয়াকমের মোহাম্মদ আবদুল জলিল।


কার্যনির্বাহী কমিটির পাশাপাশি আজ বুধবার বিসিএসের রংপুর ও সিলেট শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। বিসিএসের মোট ১১টি শাখার মধ্যে ৯টি শাখায় পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।(সূত্র:প্রথম আলো)



এই বিভাগের আরোও খবর

Logo