এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুল করা ১৩৯ পরীক্ষককে একবছরের জন্য নিষিদ্ধ করেছে যশোর শিক্ষা বোর্ড। তাদের দিয়ে আগামী ২০২৪ সালের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করানো হবে না।
এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুল করা ১৩৯ পরীক্ষককে একবছরের জন্য নিষিদ্ধ করেছে যশোর শিক্ষা বোর্ড। তাদের দিয়ে আগামী ২০২৪ সালের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করানো হবে না। সেই সাথে বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় তাদের বিরুদ্ধে শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্র জানায়, এ বছর এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৯ হাজার ৬৩৪ পরীক্ষার্থী অংশ নেয়। পাস করে ৭৬ হাজার ৬১৬। অকৃতকার্য হয় ৩৩ হাজার ১৮ পরীক্ষার্থী। কাঙ্খিত ফলাফল না পেয়ে ৬৫ হাজার ৩৬৫ পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে বোর্ড থেকে পরীক্ষক নিয়োগ করে উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করানো হয়। এতে ১৩৯ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। সূত্রমতে, পুনঃনীরিক্ষায় ফেল করা ৩৮ পরীক্ষার্থী পাস করে। সেই সাথে জিপিএ-৫ পায় ৪১ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, উত্তরপত্র দেখায় ভুল পরীক্ষকরা বোর্ডের অনলাইনে অটো রিপোটেড হয়ে গেছেন। পরীক্ষা কমিটির নীতিমালা অনুযায়ী পরীক্ষার খাতা দেখা থেকে তারা বিরত থাকবেন।
এ ব্যাপারে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব বলেছেন, যেসব পরীক্ষক এইচএসসির উত্তরপত্র দেখায় ভুল করেছে তাদের বোর্ডে তলব করা হয়। ডেকে এনে তারা কী ভুল করেছে সেটা জানানো হয়।
তিনি বলেন, আগে এসব ভুল করা পরীক্ষকদের শুধুমাত্র এক বছর খাতা দেখা থেকে বিরত রাখা হতো। তবে এবার বিষয়টি শৃংঙ্খলা কমিটিতে উত্থাপন করে শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে তাদেরকে একবছর না কি এর চেয়ে বেশি সময় সময়উত্তর পত্র দেখা থেকে বিরত রাখা হবে সে বিষয়ে আলোচনা হবে সভায়।