ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ২০২৫ ইং) বাদ জোহর কটিয়াদী দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ হতে "মার্চ ফর প্যালেস্টাইন" নামক ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উত্তাল হয়ে ওঠে কটিয়াদী বাজার। বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, আমেরিকান নিপাত যাক ফিলিস্তিনি মুক্তি পাক, গণহত্যা বন্ধ করো করতে হবে’, ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়ো ফিলিস্তিন স্বাধীন করো’, ‘বিশ্ব মুসলিম অস্ত্র ধরো ইসরায়েল খতম করো’, ‘বয়কট বয়কট ইসরায়েল বয়কট’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় কটিয়াদী সদর থানা। কটিয়াদী উলামা পরিষদ,বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল, ছাত্র জনতা, উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ নাগরিক পার্টির নেতৃবৃন্দসহ সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদী জনতা এই মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। এসব কর্মসূচি থেকে গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয় সেইসাথে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার ঘোষণা দেওয়া হয়।