কটিয়াদীতে জামষাইট সমাজ কল্যাণ সংগঠন(JSWO)এর শুভ উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৩ আপডেট: ৯ এপ্রিল , ২০২৫ ১১:৫৩ এএম
কটিয়াদীতে জামষাইট সমাজ কল্যাণ সংগঠন(JSWO)এর শুভ উদ্ভোধন

কটিয়াদী বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্প্রতি "আমরা বর্ণ বৈষম্যহীন" প্রতিপাদ্যকে সামনে রেখে জামষাইট সমাজ কল্যাণ সংগঠন (JSWO) নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 

উপজেলার জামষাইট তারা মার্কেটে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের পদযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারুক হোসেন (সিনিয়র ম্যানেজার, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিঃ)। 
কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান জনাব জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কটিয়াদী উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব দিদারুল আলমের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমির উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলম, স্থানীয় ইউপি সদস্য জনাব জাহাঙ্গীর আলম, জনাব জজ মিয়া প্রমুখ। সৌদি প্রবাসী জনাব এম.রহমান হিরো ও বিশিষ্ট সমাজ গবেষক আশেক আলীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এ ধরনের একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত করা। যার উদ্দেশ্য থাকবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক কল্যাণমূলক কাজ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সংগঠনটি তৈরি করে। 
অত্র অনুষ্ঠানের মাধ্যমে সমাজের একজন ভিন্নধর্মী অসহায় হতদরিদ্র এক ব্যক্তিকে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা বাবদ নগদ ত্রিশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। তিনি এই টাকা পেয়ে খুবই খুশি হয়েছেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে এরকম আরো বিভিন্ন সমাজসেবা মূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উক্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার আহসান মাসুম, কবি আব্দুর রহমান রফিক, জনাব একলাছ উদ্দিন সোহাগ, জনাব জসিম উদ্দিন, জনাব হাবিবুল বাহার সুমন, জনাব মানিক আহমেদ প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরোও খবর

Logo