যশোরে পশু জবাইয়ের জন্য ৪৭ টি স্থান নির্ধারণ

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৫ জুন , ২০২৪ ১০:০৬ আপডেট: ১৫ জুন , ২০২৪ ১০:০৬ এএম
যশোরে পশু জবাইয়ের জন্য ৪৭ টি স্থান নির্ধারণ
পবিত্র ঈদুল আযহায় যশোর পৌরএলাকায় স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশু জবাইয়েঢর জন্য ৯টি ওয়ার্ডে ৪৭টি স্থান নির্ধারণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। স্থানগুলোতে সামিয়ানা টাঙ্গানো , পানির ও বসার ব্যবস্থা থাকবে। পশু জবাইয়ের পর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য পরিষ্কার করে নিয়ে যাবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু ।

পবিত্র ঈদুল আযহায় যশোর পৌরএলাকায় স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশু জবাইয়েঢর জন্য ৯টি ওয়ার্ডে ৪৭টি স্থান নির্ধারণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। স্থানগুলোতে সামিয়ানা টাঙ্গানো , পানির ও বসার ব্যবস্থা থাকবে। পশু জবাইয়ের পর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য পরিষ্কার করে নিয়ে যাবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু ।

পৌরসভার কোরবানীর পশু জবাইয়ের ৪৭টি স্থান হচ্ছে, ১ নম্বর ওয়ার্ডে মোল্যাপাড়ার বাঁশতলার মোড়, আমতলার মোড়(টাওয়ারের পাশে), নীলগঞ্জ সাহাপাড়া লুৎফরের বাড়ীর সামনে, সিটি কলেজপাড়া ব্যাটারী পট্টি, ঢাকার রোড মসজিদের সামনে। ২নম্বর ওয়ার্ডে চুড়িপট্টি মাছ বাজারের পাশে লোন অফিস পাড়া টুটুলের বাড়ীর সামনে, আরএন রোড মসজিদের সামনে, পন্ডিতপুকুর মোড় মসজিদের সামনে, কাসারী পট্টি ভুমি অফিসের পাশে। ৩ নম্বর ওয়ার্ড ঘোপ নওয়াপাড়া রোডের নিকুঞ্জর মোড় নদীর পাড়, ঘোপ সেন্ট্রাল রোড ফুড গোডাউনের দক্ষিন পাশে, জেল রোপ বিএড কলেজের পাশে, ৪ নম্বর ওয়ার্ডে  গাজীর ঘাট স্কুলের মাঠ, নতুন খয়েরতলা গোরস্থান রোড ( বাশার মার্কেটের পাশে ছোট্ট মাঠ), নগেন বাবু টালিখোলা ফাঁকা জায়গা, পুরাতন কসবা বিবি রোড  জুয়েলদের বাড়ীর সামনে, কাঠালতলার মোড়( ঈদগাহ সংলগ্ন), কাজীপাড়া গোলামপট্টি  আমতলার মোড়। ৫নম্বর ওয়ার্ডে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, ম্যাজিস্ট্রেট কোয়ার্টার, স্টেডিয়ামপাড়ার মিতালী ক্লাবের সামনে,  অপদাপাড়ার মোড়, খড়কী কবরস্থান মসজিদের সামনে,  খড়কী পীর বাড়ী এতিম খানার মাঠ,। ৬নম্বর ওয়ার্ডে পোষ্ট অফিস পাড়ার মোড়,  চাঁচড়া রায়পাড়া  মাদ্রাসার সম্মুখে, চাঁচড়া রায়পাড়া সার গোডাইনের মোড়, মাইকপট্টি তিন রাস্তার মোড়, ষষ্টিতলা পিটি আইয়ের সম্মুখে, ইসমাইল কোলনীর মোড়,চাঁচড়া পীর বাড়ীর মোড়। ৭ নম্বর ওয়ার্ডে শংকরপুর ছোটনের মোড়, সরকারি প্রাথমিক বিদ্যালয় চোপদারপাড়া, বেজপাড়া কবরস্থানের পাশে,  আশ্রম রোড  আলম মিয়ার বাড়ীর পাশে, টিবি ক্লিনিকপাড়া  খলিল সাহেবের বাড়ীর সামনে, বেজপাড়া বিকে রোড বাইলেন  চান্দুদের বাড়ীর সামনে। ৮ নম্বর ওয়ার্ডে  জোড়া কুঠি চাকলাদার গলি, বেজপাড়া মেইন রোড হতে  সাবেক কাউন্সিলর  রিয়াজ  উদ্দিনের বাড়ীর সামনে,গুড় গোল্লার মোড়  দিপুর  বাড়ীর সামনের মাঠ, আজিমাবাদ কোলনী মসজিদের সামনে। ৯ নম্বর ওয়ার্ডে  সারথী স্কুলের মাঠের পাশে,  নাজির শংকরপুর স্কুলের পাশে, হুসতলা প্লটের মাঠ, নাজির শংকরপুর জিরো পয়েন্টের মোড়, মুড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।

এ ব্যাপারে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম  কুমার কুন্ডু জানান, যাতে অত্রযত্র পশু জবাই দেয়ায় যাতে পরিবেশ নোংরা ও দুর্গন্ধ  না হয়। এজন্য পশু জবাইয়ের  জন্য স্থান নির্ধারন করে দেয়া হয়েছে। এখানে পৌরবাসির পশু জবাইয়ের সুবিধার্থে সামিনা টাঙ্গানো হবে। সেই সাথে পানির ব্যবস্থা ও পশু জবাই শেষে স্থানগুলোর বর্জ্য দ্রুত পরিস্কার করে ফেলবে পরিচ্ছন্ন কর্মীরা। ফলে ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন থাকবে না।

এই বিভাগের আরোও খবর

Logo