বেশকিছুদিন কর্মবিরতির পর মানুষের সেবা করার অঙ্গীকার নিয়ে আবারো কর্মস্থলে ফিরেছেন লোহাগড়া ট্রাফিক পুলিশ সদস্যরা।
১৭ আগস্ট (শনিবার) সকালে লোহাগাড়ায় সম্পূর্ণরূপে ট্রাফিক পুলিশের সদস্যরা কার্যক্রম শুরু করেছেন। এর ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।ট্রাফিক পুলিশের কর্মবিরতিকালীণ ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীসহ সেচ্ছাসেবী সংগঠন, স্কাউটের সদস্যরা।
পেশাগত দায়িত্বে ফেরায় লোহাগাড়া ট্রাফিক পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ট্রাফিক সার্ভিসে নিয়োজিত সাধারণ শিক্ষার্থী সহ স্কাউট সদস্যরা। পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তারা।ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, তারা সড়কে যানজটমুক্ত রাখার জন্য নিরলসভাবে কাজ করবেন। যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়ার সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম শিক্ষার্থী সৃজন সাকিব, এইচ.এম. তামিম, সাদমান আহাম্মেদ, আসিফুল হক, হারুনুর রশিদসহ লোহাগাড়া স্কাউট টিম।