ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল মিয়াজীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল মিয়াজীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার ১২ই মে উপজেলার বটতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহমেদ রাত ৮ টার পরে মিটিং করায় আব্দুল জলিল মিয়াজীকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
জরিমানার টাকা দিতে অশ্বিকৃতি জানালে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জরিমানার টাকা ও মোসলেকা দিয়ে মুক্তি পান। উল্লেখ্য যে, রাত ৮ টার মিছিল-মিটিং করা নির্বাচনী আচরণবিধি লঙ্গনের শামিল।
অপরদিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: এমাদুল হক মনিরের সমর্থকদের কাছ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। এমাদুল হক মনিরের কর্মী ও সমর্থকরা উপজেলার কৈখালী বাজারে রাত ৮ টার পরে মিটিং করতেছিল।