ফরিদগঞ্জে হরতাল ও অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থায় আওয়ামীলীগ

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ১ নভেম্বর , ২০২৩ ১০:১২ আপডেট: ১ নভেম্বর , ২০২৩ ১০:১২ এএম
ফরিদগঞ্জে হরতাল ও অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থায় আওয়ামীলীগ
দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা হরতালের অবরোধের বিরোদ্ধে কঠোর অবস্থায় আওয়ামীলীগ ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশের অবস্থান। উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আছেন দলীয় নেতাকর্মীরা।

দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা হরতালের অবরোধের বিরোদ্ধে কঠোর অবস্থায় আওয়ামীলীগ ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশের অবস্থান। উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আছেন দলীয় নেতাকর্মীরা। যাতে করে কোন ধরনের সহিংসতা সৃষ্টি করতে না পারে, বিএনপি জামাতের লোকজন এমনটি দাবি তাদের। এদিকে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। কোথাও কোন সহিংসতা সংবাদ পেলে ছুটে যান পুলিশ।

এদিকে বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন বাস না চললেও রাস্তায় চলমান অবস্থায় রয়েছে সিএনজি চালিত গাড়ি। যাতায়াতে কিছুটা সমস্যা পোয়াতে হচ্ছে সাধারন মানুষের। এমনটি চিত্র দেখা গিয়েছে ফরিদগঞ্জ উপজেলা জুড়ে। জানাযায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের সার্থে রাতে উপজেলা জুড়ে চলছে পুলিশের অভিযান। যাতে করে কোথায় কোন নাসকতা সৃষ্টি না হয়। এমটি যানিয়েছেন থানা পুলিশ। এদিকে দিন ব্যাপী আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল ও অবরোধ বিরোদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, সরকার বিরোধী কোন কর্মসূচি আমরা এই উপজেলায় হতে দেবো না। আমরা সকল নেতাকর্মী এক হয়ে তা প্রতিহত করবো। বিএনপি জামাত ক্ষমতার জন্য মরিহা হয়ে পড়েছে। তারা সারাদেশে সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফ মোহাম্মদ ইউনুছ বলেন, আমরা আওয়ামীলীগ ও পুলিশলীগের কারনে কোন কর্মসূচি পালন করতে পারি নাই।

এই বিভাগের আরোও খবর

Logo