ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন মাঠে (কোলায়) সূর্যমুখী ক্ষেত্র পরিদর্শন করেছেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন মাঠে (কোলায়) সূর্যমুখী ক্ষেত্র পরিদর্শন করেছেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
শুক্রবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের কৃষক মোঃ আফছার হোসেন পলাশের চাষকৃত সূর্যমূখী ফুলের ক্ষেত পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান, কাঠালিয়া সদর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিঃ মোঃ সরোয়ার হোসেন সিকদার, কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদার, আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ মাসুম মুন্সী, মোঃ বশির মুন্সী, মোঃ শাহিন মুন্সী, মোঃ রিফাত পঞ্চায়েত প্রমূখ।
এ সময় কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছরোয়ার হোসেন সিকদার, প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, সদস্য মোঃ মহসিন খান, মোঃ রাকিবুল ইসলাম বাপ্পি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির সূর্যমূখী ক্ষেত পরিদর্শন করে বলেন- বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশর মাঠে-ঘাঠে কোথাও এক ইঞ্চি জমি খালি থাকবে না। তারাই ধারাবাহিকতায় কাঠালিয়ার সফল কৃষক মোঃ আফসার হোসেন পলাশের এ সূর্যমূখী ফুলের চাষ দেখে আমরা অত্যান্ত আনন্দিত এবং সর্যমূখী চাষের সফলতার মাধ্যমে বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সফলতা বাস্তবায়ন করার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।