কামরাঙ্গীরচরে নৌকার মিছিলে বিএনপির হামলার অভিযোগ

মোঃ আঃ রহিম জয় চৌধুরী প্রকাশিত: ৩০ ডিসেম্বর , ২০২৩ ১১:১৫ আপডেট: ৩০ ডিসেম্বর , ২০২৩ ১১:১৫ এএম
কামরাঙ্গীরচরে নৌকার মিছিলে বিএনপির হামলার অভিযোগ
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কামরাঙ্গীরচর থেকে আওয়ামী লীগের দুই সমর্থক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আমাদের ঢাকা মেডিকেলে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়

রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর কাঁচা বাজারের সামনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– মো. তানভীর (২২) ও মো. শিবা (৩০)। তানভীর কামরাঙ্গীরচর জাওলাহাটির মৃত আবুল হোসেনের ছেলে এবং শিবা কামরাঙ্গীরচর নয়াগাঁও এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা ভগ্নিপতি মাসুদ হোসেন জানান, বিকেলের দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় ঢাকা–২নং আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্বাচনী প্রচারণার মিছিল বের করা হয়।

এ সময় মিছিলের পেছন দিক থেকে বিএনপি কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আওয়ামী লীগ কর্মী তানভীর এবং শিবা আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কামরাঙ্গীরচর থেকে আওয়ামী লীগের দুই সমর্থক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আমাদের ঢাকা মেডিকেলে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে তাদের রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo