কুমিল্লার চান্দিনায় দ্রব্যমূল্যের লাগাম টানতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোহেল রানা প্রকাশিত: ২১ অক্টোবর , ২০২৪ ১৭:৪৫ আপডেট: ২১ অক্টোবর , ২০২৪ ১৭:৪৫ পিএম
কুমিল্লার চান্দিনায় দ্রব্যমূল্যের লাগাম টানতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) দুপর ১২টায় চান্দিনা বাজারে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন। বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের সঠিক মূল্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়

রবিবার (২০ অক্টোবর) দুপর ১২টায় চান্দিনা বাজারে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন। বাজার নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের সঠিক মূল্য নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন অনিয়মের কারণে ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।জানাযায়- দোকানে মূল্য তালিকা প্রদর্শনের নিয়ম ভঙ্গ, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় একজন অসাধু ব্যবসায়ীকে ৫০০০ টাকা এবং পেট্রোলিয়াম আইন , ২০১৬ এর ২০(১) ধারায় একজনকে ৩০০০ টাকাসহ মোট ০২ মামলায় ০২ জনকে ৮০০০ টাকা জরিমানা করা হয় । এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে এমন কিছু ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন সবজি, মাছ, মাংস, এবং ডিমের সঠিক মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন বলেন- ভোক্তাদের সঠিক দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার নিশ্চয়তা দিতে আমরা নিয়মিত বাজার মনিটরিং চালিয়ে যাবো।এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরোও খবর

Logo