কেন্দুয়ায় এলডিডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ

কোহিনূর আলম প্রকাশিত: ১৬ এপ্রিল , ২০২৫ ১২:৫০ আপডেট: ১৬ এপ্রিল , ২০২৫ ১২:৫০ পিএম
কেন্দুয়ায় এলডিডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রাণিসম্পদ অফিসের এলডিডিপি (লাইফভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট  প্রকল্পে)'র আওতায় প্রাণী হৃষ্টপুষ্টকরণের উপকরণ-ট্রলি, ল্যাক্টোমিটার, বার্মিজ ও বেলচা বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার গন্ডা ইউনিয়নের বঙ্গানিয়া বাজারে গন্ডা ও সান্দিকোনা ইউনিয়নের প্রোডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সান্দিকোনার দায়িত্বপ্রাপ্ত এলএসপি (লাইভস্টক সার্ভিস প্রোভাইডার) কামাল আহমেদ, গন্ডার দায়িত্বপ্রাপ্ত এলএসপি হুমায়ুন কবির রিটন, এলএফএফ (লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর) প্রদীপ দত্ত অভি, ভুক্তভোগী সদস্য ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য প্রকল্পটি ১ জানুয়ারি ২০১৯ সাল থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।

এই বিভাগের আরোও খবর

Logo