অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত ‘সানজারিনের উপকথা’ গল্পগ্রন্থের লেখক সানজারিন এলিনর। সে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর থেকে 'শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪' লাভ করেছে।
অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত ‘সানজারিনের উপকথা’ গল্পগ্রন্থের লেখক সানজারিন এলিনর। সে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর থেকে 'শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪' লাভ করেছে।
সোমবার দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার 'শিশুসাহিত্যে সম্মাননা স্মারক ২০২৪', ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করেছেন এবং ক্ষুদে লেখকের বই সংগ্রহ করেছেন। তাঁর বইয়ে তিনি শুভেচ্ছা বাণী লিপিবদ্ধ করেন ও শুভকামনা জানান। তার সৃষ্টিকে জানান প্রীতি ও স্নেহময়তা। বইটি পাঠের জন্য সকলের প্রতি অনুরোধ জানাই। শিশুদের প্রতি উদাসীনতা ও অবজ্ঞা নই; তাদের কর্মকে মূল্যায়ন করি; ভালোবাসি। তাদেরকে বোঝার চেষ্টা করি