কেন্দুয়ায় নানা কর্মসূচিতে পালিত বাংলা নববর্ষ

কোহিনূর আলম প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:১১ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:১১ পিএম
কেন্দুয়ায় নানা কর্মসূচিতে পালিত বাংলা নববর্ষ
সারা দেশের মতো নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ নানা কর্মসূচিতে উদযাপন করা হয়েছে

সারা দেশের মতো নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ নানা কর্মসূচিতে উদযাপন করা হয়েছে ।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নেতৃত্বে নানা কর্মসূচিতে আবহমান বাংলা ও বাঙালির এ নববর্ষ উদযাপন করা হয় ।

কর্মসূচির মধ্যে ছিলো- সকাল ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পান্তা ভাত ভোজন, সকাল ৯ টায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো- পরিবেশন, সকাল ৯টা ১৫ মিনিটে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, সকাল ১০ টায় কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বারনী মেলা / লোকজ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মোঃজয়নাল আবেদীন ভূঁঞা , কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল কদ্দুস খন্দকার লালচান, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

অন্যদিকে সুবিধাজনক সময়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর পরিবেশে আনন্দ অনুষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয় । এছাড়াও সন্ধ্যা ৭টায় কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । যেখানে সবার সম্মিলিত অংশগ্রহণে পরিবেশন করা হবে বর্ষবরণ সঙ্গীতানুষ্ঠান ও বাউল সঙ্গীত ।

এই বিভাগের আরোও খবর

Logo