পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২১ নভেম্বর , ২০২৩ ১২:১৩ আপডেট: ২১ নভেম্বর , ২০২৩ ১২:১৩ পিএম
পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা
যশোর জেলা পর্যায়ে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা  পর্যায়ে  পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এ সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক  মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, পলিথিন ও প্লাস্টিকের  দ্রব্য ব্যবহার পরিবেশ ও মানুষের  শরীরের জন্য  ক্ষতিকর। এজন্য ক্ষতিকর দ্রব্য পরিহার করতে হবে।  পাটজাত পণ্য  ব্যবহার করতে হবে। তানা হলে পাট পণ্য  হারিয়ে  যাবে।

এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  এসএম শাহীন,  পাট অধিদপ্তরের সহকারী পরিচালক  গোলাম  সরোয়ার  তালুকদার, পাট চাষি সমিতির সভাপতি শরিফুল ইসলাম,  নাসিবের সভাপতি সাকির আলী,পাট চাষি শাহানুল হাসান, ব্যবসায়ী  রুহুল  কাদের, মীর ফিরোজ  হাসান মোহাম্মদ  আলী প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo