যুবকরা ভালো চাইলে ভালো করতে পারে, মন মানসিকতা জাগ্রত করতে হবে ----------------------------কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিমন্ত্রী

মোঃ সোহেল রানা প্রকাশিত: ২০ জুন , ২০২৪ ০৮:৪৬ আপডেট: ২০ জুন , ২০২৪ ০৮:৪৬ এএম
যুবকরা ভালো চাইলে ভালো করতে পারে, মন মানসিকতা জাগ্রত করতে হবে  ----------------------------কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিমন্ত্রী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা ও শতরূপা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উচাচিং মারমা ও নারী ভাইস চেয়ারম্যান কল্যানী ত্রিপুরা প্রমুখ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সাথে খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা ইয়ুথ গ্রুপ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৯জুন) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের বাংলো সম্মেলন কক্ষ তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়নে আস্থা প্রকল্পের আয়োজনে তৃনমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম আহবায়ক সাধন চাকমা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালায়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা ও শতরূপা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উচাচিং মারমা ও নারী ভাইস চেয়ারম্যান কল্যানী ত্রিপুরা প্রমুখ।

এতে আলোচনা মূল বিষয় তুলে ধরেন খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম যুগ্ম-আহবায়ক ও জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম যুগ্ম-আহবায়ক জানে আলম । এতে স্বাগত বক্তব্যদেন খাগড়াছড়ি জেলা নাগরিক প্লাটফর্ম যুগ্ম-আহবায়ক তৃনা চাকমা।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ইয়ুথ গ্রুপ সদস্যদের প্রশ্নের উত্তর প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,যুবকরা ভালো চাইলে ভালো করতে পারে, মন মানসিকতা জাগ্রত করতে হবে। যুবকদের ভালো দৃষ্টি ভঙ্গি আছে বলে সমাজে এখনও ভালো কাজ হচ্ছে। শুধু চাকুরী জন্য ছুটলে হবে না সঠিক পরিকল্পনা থাকলে কাজ করলে কেউ বেকার থাকবে না। কারীগরি প্রশিক্ষন ধারন করে বসে থাকলে হবে না। বাস্তবে কাজে লাগাতে হবে। যুবকদের মাঝে নৈতিক মূল্যবোধ থাকতে হবে। যুবকদের মাঝে সচেতনা সৃষ্টি করতে হবে। তাহলে খাগড়াছড়ি জেলায় সম্প্রীতি, সমৃদ্ধি, উন্নয়নের জেলায় পরিনত হবে।

এই বিভাগের আরোও খবর

Logo