কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

আব্দুর রহিম প্রকাশিত: ৪ নভেম্বর , ২০২৪ ১৬:৪৫ আপডেট: ৪ নভেম্বর , ২০২৪ ১৬:৪৫ পিএম
কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় রোববার সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, গত শুক্রবার বিকেল ৩টায় রানা অন্যান্য সাংবাদিকসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণাঞ্চলের ভেঙ্গে যাওয়া রেগুলেটরে সংবাদ সংগ্রহ করতে যায়। সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেল যোগে উপজেলার বসুরহাট শহরে আসার পথে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি রোডের বশর মাঝির ছেলে বাবুল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে রানাসহ ৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রানাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রানার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়।এ ব্যাপারে সাংবাদিক রমজান আলী রানা বলেন, আমরা মুছাপুর থেকে সংবাদ সংগ্রহ করে আসার সময় কোন কিছু বুঝে ওঠার আওয়ামীলীগের সন্ত্রাসী ও ডাকাত বাবুল খাঁনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায় এবং আমার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।এ ঘটনায় রোববার সকালে বাবুল খানকে প্রধান আসামী করে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুস সুলতান জানান, বাবুল খানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সাংবাদিক রানাসহ অন্যদেরকে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে আনোয়ার তোহা বলেছেন, সাংবাদিক রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

এই বিভাগের আরোও খবর

Logo