র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ সমবায় ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, সমবায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে একটি পরিবর্তন হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যাতে দেশের উন্নয়ন করা যায়, এজন্য সমবায় সমিতি গড়ে তোলা হয়। সমবায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের বিকাশ করতে হবে। দেশের গুটি কয়েক লোকের কারনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। আগের অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে এটা নিয়ন্ত্রণে আসবে না। ক্রয় ক্ষমতা মানুষের নিয়ন্ত্রনে আনতে সমবায় পদ্ধতি চালু করতে হবে। পাশাপাশি সমবায় মার্কেট চালু করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নুরে আলম সিদ্দিকী।জেলা সমবায় ইউনিয় সভাপতি সফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সমবায় কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক, সমবায় ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ,সুকল্প সঞ্চয় সমবায় সমিতির সভাপতি মানবী বিশ^াস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস।এর আগে কালেক্টরেট চত্বর থেকে শহরে র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।