গলাচিপা বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:০৩ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:০৩ পিএম
গলাচিপা বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ ও শোভাযাত্রা

১লা-বৈশাখ ১৪৩২ বাংলা শুভ নববর্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার -উপজেলার সকল কর্মকর্তা, পুলিশবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও শিক্ষক-শিক্ষিকা -শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে সকাল ৮ ঘটিকায় অফিসার্স  ক্লাবের সামনে থেকে ব্যানার -ফেস্টুন -নানা প্রকার উপকরণ হাতে নিয়ে আনন্দ উৎসবে বর্ষবরণ শোভাযাত্রা রেলি অনুষ্ঠিত হয়। নবসাঝে- নব রূপে উপস্থিত সকলে পহেলা বৈশাখ বর্ষবরণ পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাসিম রেজা, অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, সহ বিএনপি, গন অধিকার, জামায়েত, ইসলামী দলের  নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি মু:খালিদ েহাসান মিল্টন সহ গণমাধ্যমীরা অংশ নেয়। এছাড়া উপজেলা বিএনপির আয়োজনে - বর্ষবরণে -আনন্দ ও শোভাযাত্রা রেলি বের করে। রেলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সদস্য ও গলাচিপার দশমিনা উপজেলার জনপ্রিয় নেতা মোঃ হাসান মামুন প্রধান অতিথি হিসেবে রেলিতে অংশগ্রহণ করেন,এবং বিএনপি, পৌর বিএনপি সহ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া সকল ইউনিয়ন পরিষদের আয়োজনে  নববর্ষের আনন্দ ও শোভাযাত্রা বের করে।

এই বিভাগের আরোও খবর

Logo