চট্টগ্রাম খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য পরিদর্শন করলেন চসিক মেয়র।

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ৩ মার্চ , ২০২৫ ১৬:০৫ আপডেট: ৩ মার্চ , ২০২৫ ১৬:০৫ পিএম
চট্টগ্রাম খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য পরিদর্শন করলেন চসিক মেয়র।

৩ মার্চ সোমবার চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য ও কাচামালের মজুদ এবং মূল্য তালিকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম।
এ সময়, দোকানে দরপত্র না থাকায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ৩টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মেয়র ও জেলা প্রশাসক স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করেন এবং মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক বলে জানান।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার মোঃ ইসরাফিল জাহান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ শাহ নেওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি,শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, ফারজানা রহমান মীম, আসিফ জাহান সিকদার, সুমন মণ্ডল অপু, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
এমন পরিদর্শনের মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।

এই বিভাগের আরোও খবর

Logo