মাদকাসক্তদের বাধা দেয়ায় তারা মিয়া হত্যাকান্ড : গ্রেফতার চার (৪)

কোহিনূর আলম প্রকাশিত: ১৯ এপ্রিল , ২০২৫ ১৫:২০ আপডেট: ১৯ এপ্রিল , ২০২৫ ১৫:২০ পিএম
মাদকাসক্তদের বাধা দেয়ায় তারা মিয়া হত্যাকান্ড : গ্রেফতার চার (৪)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কাঁচামাল ব্যবসয়ী তারা মিয়া (৬৪) হত্যাকান্ডে জড়িত চার (৪) আসামীকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কাঁচামাল ব্যবসয়ী তারা  মিয়া (৬৪) হত্যাকান্ডে জড়িত চার (৪) আসামীকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ । 

শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলা মিডিয়া সেলে (হোয়াটসঅ্যাপ গ্রুপ) “ চাঞ্চলকর ক্লুলেস তারা মিয়া হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ০৪(চার) জন আসামী গ্রেফতার” এই শিরোনামে একটি প্রেস নোট থ্রো করেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ।

এতে উল্লেখ করা হয়, তারা মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত আসামীরা প্রত্যেকেই নেশার সাথে জড়িত । আসামীরা কাটাহুসিয়া কালভার্টে বসে প্রায় সময়ই মাদক সেবন করতো । মৃত তারা মিয়া একজন প্রতিবাদী প্রকৃতির মানুষ ছিলেন । উক্ত রাস্তা দিয়ে যাতায়াতের পথে বিভিন্ন সময় আসামীদের নেশা করা অবস্থায় দেখতে পেয়ে নেশা না করার জন্য বলতেন এবং মাঝেমধ্যে বকাঝকা করতেন । এতে আসামীরা ক্ষুব্ধ হয়ে ভিকটিম তারা মিয়াকে গত ২১ মার্চ রাত অনুমান ০৯.৩০ নৃশংসভাবে খুন করে পালিয়ে যায় । 

পরে গত ২৩ মার্চ কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হয় । মামলা নং-২৫ । 

ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে (১১ এপ্রিল) তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ শামীম মিয়া (২৫), পিতা-আজিজুল হক, সাং-কাটাহুসিয়া, মোঃ আফজাল হোসেন (২৪), পিতা-মোঃ নয়ন মিয়া, গ্রাম-ওয়াই উত্তর পাড়া (১৭ এপ্রিল) , মোঃ সজল মিয়া (২০), পিতা-জুলহাস মিয়া, গ্রাম: ওয়াই ও মোঃ রিয়াজ (২০), পিতা-মোঃ জাবেদ মিয়া, সাং-ওয়াই উত্তরপাড়া বন্দেরবাড়ী থেকে গ্রেফতার করে । পরে উক্ত আসামিদের  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

এই বিভাগের আরোও খবর

Logo