চাটখিলে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মোঃ হানিফ প্রকাশিত: ২০ এপ্রিল , ২০২৪ ১০:২২ আপডেট: ২০ এপ্রিল , ২০২৪ ১০:২২ এএম
চাটখিলে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন
প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণি সম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে ৫দিন ব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৪ কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণি সম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে ৫দিন ব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৪ কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে স্থানীয়ভাবে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন। 

চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। পরে প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।   

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. শাহাদাত হোসেন জানান, মাঠ পর্যায়ের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার (১৯ এপ্রিল) বিনামূল্যে টিকা প্রদান, শনিবার (২০ এপ্রিল) বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, রবিবার (২১ এপ্রিল) স্কুল ফিডিং কর্মসূচি ও সোমবার (২২ এপ্রিল) প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান।

এই বিভাগের আরোও খবর

Logo