চাটখিল থানা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ হানিফ প্রকাশিত: ৬ অক্টোবর , ২০২৪ ১৩:৪৭ আপডেট: ৬ অক্টোবর , ২০২৪ ১৩:৪৭ পিএম
চাটখিল থানা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঐ ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। যারাই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

চাটখিল থানায় হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবিব হাসান তফাদার কে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাসান চাটখিল পৌরসভার সুন্দরপুরের গনি তফাদার বাড়ির মৃত মোহাম্মদ উল্যা’র ছেলে।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঐ ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। যারাই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo