পটুয়াখালী জেলার প্রবীন ব্যক্তিত্ব ভাষা সৈনিক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ আবুল হোসেন (আবু মিয়া) ইহকাল ত্যাগ করেছেন। পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে শেষ নি:স্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
মরহুমের প্রথম নামাজে জানাযা দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের রূপাশিয়া গ্রামের নিজ বাড়ির মাদ্রাসা মাঠে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। এলাকার কৃতি সন্তান সাবেক মন্ত্রী কো-চেয়ারম্যান জাতীয় পার্টি আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহন করেন।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মাসুদ আল মামুন, আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তূজা, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন জানাযাস্থলে উপস্থিত ছিলেন।
পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় তার আবাসস্থল বিধায় চরপাড়া ঈদগাহ মাঠে আছরবাদ দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হয়। সেখানে জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও জেলা শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন। পটুয়াখালী আবু মিয়া শিশু হাসপাতালের প্রতিষ্ঠাতা আবু মিয়া ভাষা শহীদ স্মরণে প্রতিষ্ঠিত পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের দাতা ছিলেন। ১৯৭৭ সালে বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে সংযুক্ত থাকাকালে প্রথমবার ও পরে নলুয়া ইউনিয়ন থেকে ১৯৮২ সালে ভাগ হয়ে আংগারিয়া ইউনিয়ন প্রতিষ্ঠা করে পরপর ৩ বার সহ মোট ১৮ বছরের অধিক সময় তিনি জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
বিশিষ্ট দানশীল ও কঠোর ন্যায় বিচারক আবু মিয়াকে দুমকিবাসী অভিভাবক হিসাবে জানতো। এলাকাবাসীর সকল বিপদে এগিয়ে আসতেন তিনি।