সেবার ব্রতে চাকরি এই শ্লোগানে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৫ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন
{11/04/2025}
১১ই এপ্রিল ২০২৫ খ্রিঃ সেবার ব্রতে #চাকরি এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনে অত্যন্ত সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন হয়েছে।
Physical Endurance Test (PET) পরীক্ষা কার্যক্রমে ঝালকাঠি জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় , ঝালকাঠি মহোদয়ের নেতৃত্বে প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার অংশ সম্পন্ন হয়।
২য় দিনের Physical Endurance Test (PET) পরীক্ষা কার্যক্রম সমাপ্তে পুলিশ সুপার বলেন সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ হবে। তাই কোনো রকম প্রতারণার শিকার হবে না তোমরা, কোনো রকম দালাল এর খপ্পরের পাল্লায় পড়বে না ।
এ-সময় বরিশাল রেঞ্জ কার্যালয়ের প্রতিনিধিগন ও ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
আজকে তৃতীয় দিনে [12-04-2025]
(১২ ই এপ্রিল ২০২৫ খ্রিঃ) ২য় দিনে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স ঝালকাঠিতে Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সেবার ব্রতে চাকরি এই শ্লোগানে আজ ১২ই এপ্রিল-২০২৫ খ্রিঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET) -এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের সকাল ৭.০০ টা হতে ঝালকাঠি পুলিশ লাইনস্ মাঠে ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET) -এর পঞ্চম ইভেন্ট (দৌড়) ছেলেদের ১৬০০ মিটার ও মেয়েদের ১০০০ মিটার, ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং) পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব, সপ্তম ইভেন্ট (রোপ ক্লাইমিং) পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারীপ্রার্থীদের ৮ ফুট রোপ ক্লাইমিং বা দড়ি বেয়ে ওপরে উঠার পরিক্ষা সম্পন্ন হয়েছে।
Physical Endurance Test (PET) পরীক্ষা কার্যক্রমে ঝালকাঠি জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় , ঝালকাঠি মহোদয়ের নেতৃত্বে প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার অংশ সম্পন্ন হয়।
এ-সময় বরিশাল রেঞ্জ কার্যালয়ের প্রতিনিধিগন ও ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।